এক বাসার এক দুষ্টু ছেলে
লাবিব যে তার নাম,
পড়ার সময় লুকিয়ে লুকিয়ে
খায় সে চ্যুইংগাম।
দুষ্টু লাবিব শুইয়ে খাটে
নানান রকম ফন্দি আঁটে
পড়তে বসলে গরমে তার
ঝরে নাকি ঘাম,
বাতাস করে তাইতো জোরে
করে ডান বাম।
বাসায় যখন কেউ থাকে না
নানান কাজের ভিড়ে
তখন একলা বসে নৌকা বানায়
বইয়ের পাতা ছিঁড়ে।
শুধু হিজিবিজি এঁকে যত
নষ্ট করে কাগজ কত !
রোজ খাতার পাতা কেটে কেটে
বানায় কি সব খাম,
ও বোঝে না যে এত্তোটুকুন
কাগজের কি দাম !
রোজ পড়তে বসে ড্রইং রুমে
কার্টুন ছবি দেখে,
খাতা কাগজ থাকতে অনেক
দেয়ালের ’পর লেখে।
এঁকে বিশাল হাতি,শেয়াল
নোংরা করে ঘরের দেয়াল
তাই রেগে গিয়ে বাবা যে তার
মিছে মারেন ধুমধাম,
তবু যেথায় সেথায় এঁকে বেড়ায়
(৫) পাঁচের মত আম।