ওরে চাই চাই চাই চাই
একটা পদোন্নতি চাই
এই পদোন্নতির আশায় আরো
ঘুরব কত ছাই !
দীর্ঘ কয়েক বছর থেকে
পদোন্নতির স্বপ্ন দেখে
আশায় দিন কাটাই,
তবু পদোন্নতির সোনার হরিণ
দেয় না ধরা ভাই।
সব কাজই হয় দ্রুত অতি
শুধু পদোন্নতি ছাড়া
এই পদোন্নতি চাইতে গেলে
করেন গড়িমসি তাঁরা
দেখান আইনের বিধি বিধান
খোঁজেন জটিল ধারা।
আর এভাবেই যে দিন গড়িয়ে
অনেক বছর হয়,
তবু পদোন্নতি দেয়ার মত
পান না তো সময়
তবে সময় হলেই বিদেশ ভ্রমণ
ওদের ঠিকই হয়।
একটু দয়া করে শুনুন সবাই
যত ভদ্র মহোদয়,
ত্রিশ চল্লিশ চাকুরির বয়স
কম সে তো নয়
শুধু পদোন্নতির স্বপ্ন দেখেই
কেউবা রিটায়ার্ড হয়
তবু মোদের ভাগ্যে আজো
কোন পদোন্নতি নাই।
শুধু এটা ওটার দোহাই দিয়ে
চলছে টালবাহানা তাই।
করব ওদের তোষামোদী
কতদিন আর ভাই ?
পদোন্নতি কারো দয়া তো নয়
ওটা মোদের হক
কারো হক নষ্ট করেন যেজন
সেই তো হলেন ঠক
সেই ঠগের বিচার করবে খোদায়
সেদিন কোনই ক্ষমা নাই
মোরা তারই কাছে নালিশ দিলাম
যেন সাচ্চা বিচার পাই।