তার হিসাবের নেই কোনই জ্ঞান
তবুও তিনি হিসেব কর্মকর্তা
কিন্তু যতই হিসাব জানেন কাকায়
পদবি তার কেরাণী যে তা।
দক্ষতা নেই কর্মকর্তার
মূল্য তবু অনেক যে তার
যেমন–হাতি কভু বাঁচুক মরুক
মূল্য যে তার লাখ টাকা,
আর ঐ গাদা গাদা হিসাব করেও
কেরাণিই থাকেন কেরাণি কাকা।