যারা একাত্তরের ঘাতক,দালাল
তারা তো এদেশেই রয়,
ওরা দেশের দশের শত্রু আজো
আমাদের কোন বন্ধু নয়|
হয় একাত্তরে যুদ্ধ যখন
চালায় ওরা কী নির্যাতন!
আজ জেগেছে তাই সব জনগণ
যুদ্ধাপরাধীর ফাঁসি চাই
এবার বিচার করে ফেরব ঘরে
রাজাকারদের ক্ষমা নাই|
দেশ জুড়ে আজ খুঁজব সবাই
কোথায় আছে রাজাকার
ধরব সবার করব বিচার
নেইকো ওদের নিস্তার|
আজ একাত্তরের অনেক পরে
কিছু রাজাকার গেছে মরে
কিন্তু রাজাকারের বসত ঘরে
আছে তারই ছেলেমেয়ে,
ওদের দেহেও বইছে সদাই
সেই রাজাকারের রক্ত যে !