দুষ্ট রাজার দোষে রাজ্য নষ্ট
প্রজা কষ্ট পাই
প্রজা কাঁদে রাজা হাসে
তবু বলার কিছু নাই
কোন কিছু বলতে গেলে
নির্ঘাত সে চড়বে শূলে
তাই ভীত সন্ত্রস্ত সদা
থাকি জনগণ
রাজার কাছে বড় যে তার
রাজ সিংহাসন।