ভেবেছিলাম বোদা হবে
নিরাপদ ভাল স্থান,
এসে দেখি এখানেও
উৎপাত করে মস্তান।
এখানেও—
দিনে হয় ছিনতাই
রাতের তো কথা নাই
চল মনা ফিরে যাই
পূর্বের সেই স্থান,
তা না হলে খুইয়ে যাবে
অচিরে মান সম্মান।
প্রতিদিন—
এই নেতা সেই নেতা
পরিচয় দেয় হেথা,
ভুলে আমি এনু কোথা
মলি নিজ কান,
কেউ ভুলে এসো নাকো
বোদা নামক এই স্থান।
ঝাউলির—
মাথা ভরা চুল যত
তার চেয়েও শতশত
হবে নেতা অগণিত
মিথ্যে নয় অনুমান,
গুণে শেষ হবে নাতো
নেতাদের পরিসংখ্যান।
বাস্তবে—
সারা বোদা জুড়ে হেথা
গিজ্ গিজ্ করে নেতা
বললেও ভালো কথা
দেখি নেতা চটে যান
নেতাদের হাত থেকে
কবে মোরা পাব পরিত্রাণ?