ইন্ডিয়ান জিনিস বর্জনে মামু
তোমার কেন জ্বলে ?
ভারত কাদের মামার বাড়ি
জানে তা সকলে।
কেন ট্রাক ভর্তি ইলিশ পাঠাও
পূজার সময় হলে
তোমার মতলব বুঝি কি আর
চুপ রয়েছি বলে !
আমার উপার্জনে আমি চলি
খাই না পরি তোমার ?
কোন পণ্য টা কিনব আমি
সে সিদ্ধান্ত আমার।
পণ্য নিয়ে কী বিষোদগার
চলছে দেখি রোজে
কার মনের যে কি উদ্দেশ্য
পাগলেও তা বোঝে।
আমার পছন্দে আমি চলি
উনার পছন্দে উনি,
ভারতের পণ্য না কিনলে
কি করবেন শুনি ?
দেশীয় পণ্য কিনে হও ধন্য
মূখ্য শ্লোগান নয়,
যাচাই করে করে কিনব পণ্য
যেটাই ভালো হয়।
পণ্য নিয়ে যতই কর দলাদলি
কিংবা ঘুসাঘুসি
তবে কোন পণ্যটা কিনব মামু
সেটা আমার খুশি।
ভারতীয় পণ্য বর্জনে মামু
তোমার কেন জ্বলে?
স্বার্থ আছে বলে
তাই এত জ্বলন জ্বলে।
এমনি কি আর পাঠাও ইলিশ
পূজার সময় হলে!
কেন তোমার ভারত প্রীতি
কেন তোমার জ্বলে?
ভারত তোমার মামার বাড়ি
সব লোকে তাই বলে।