অস্থিতিশীল করতে দেশটা
বুনে ষড়যন্ত্রের জাল
প্রতিনিয়ত হাসিনা ও মোদি
খেলছে গভীর চাল।
একটার পর একটা চাল
চেষ্টা করে হচ্ছে নাকাল।
যদিও চক্রান্ত সব পড়ছে ধরা
বেহায়ারা তবু ছাড়েনি হাল,
অস্থিতিশীল করতে দেশটা
চালছে ওরা চাল।
কখনো আনসার কখনো ছাত্র
হরেক পরিচয়ে চুপেচুপে
হুদাই দাবি নিয়ে আবির্ভাব হয়
একেক সময় একেক রূপে।
খুনি হাসিনার উচ্ছিষ্ট ভোগী যারা
দেখি সব দাবিতেই আছে তারা
তাই মুসলিম হয়েও মন্দিরে গিয়ে
জয় বাংলা পাড়ে ফাল।
নানান অপকর্মে নির্লিপ্ত হয়ে
ক্ষমতা হারার মিটায় ঝাল।