কেউ মরলে সবাই মিলে পালন করি শোক,
যদি হয় সেই মানুষটা সমাজের ভাল লোক।
আর যদি হয় কুলাঙ্গার সে,করে ফ্যাঁসাদ দ্বন্দ্ব
এই সমাজের সবাই তারে বলবে তখন মন্দ।
যত অত্যাচারী জালিমের দল
সবাই কৃতকর্মের পাবে যে ফল
একদিন তো হবে বিচার যত বড় ক্ষমতাধর হোক।
তাই সময় থাকতে হই আমরা সবাই ভালো লোক।
এখন মানুষ হয়ে গেছে পশু লোভের বশে ভাই,
তাই তো দেখি মানুষের আজ কোন মনুষ্যত্ব নাই।
যখন মনুষ্যত্বহীন মানুষ মরে
তার মরার খরব শুনলে পরে
আমজনতা সবাই ওরে পড়ে না তো ইন্না-লিল্লাহ,
বরং বীতশ্রদ্ধ হয়ে কেহ বলেন আলহামদুলিল্লাহ।
কেউ মন থেকে কি করবে শ্রদ্ধা রাঙালে দুই চোখ ?
শ্রদ্ধাভক্তি মনের ব্যাপার জোরাজুরি যতই করা হোক।
এস রে ভাই আমরা সবাই
হিংসা বিদ্বেষ সব ভুলে যাই
মিলেমিশে থাকি সদাই হয়ে সমাজের ভালো লোক,
মরলে যেন দেশের মানুষ শ্রদ্ধা ভরে পালন করে শোক।