মুনাফিক/কপট
-শহিদুল ইসলাম সরকার
হ্যাঁরে মদন, ভেবে তো দেখিনি কভু তোর কথা ঠিক,
তবে কথা কাজে মিলে দেখি আসলে তু-ই মুনাফিক।
বাড়লেও দাম বেগুনির চপ
একাই গিলে খাস গপ গপ।
আর অন্যকে বলবি এগুলো না খেলে কি হয়?
একারণে বলি তোর মুখে এ কথা শোভনীয় নয়।
রমজানে নিজেদের ইফতারে লাগবেই খেজুর
সাথে আরও লাগবে বাজারেরও সেরা আঙ্গুর!
আপেল আঙ্গুর যত দামী ফল
নিজে খেয়ে বাড়াবি দৈহিক বল
আর মানুষকে বলবি এ গুলো না খেলে কি হয়?
একারণে বলছি তোর মুখে এ কথা শোভনীয় নয়।
রমজানে রোজা রেখে আঙ্গুর ও খেজুরের বদল
বরই খাওয়ার সদুপদেশ দিয়ে যাস ভন্ডের দল।
তেলের বদলে দেখি নিজে খাস ঘি,
বাজারে তেলের দাম বাড়লেই কি!
আর বলবি 'তেল ছাড়াও তরকারি রান্না তো হয়'
দেশে তোর মত মদনের উপদেশ শোভনীয় নয়।
সামাজিক দৃষ্টিতে মদন তুই ফালতু মানুষ একটা
চিনি ছাড়া কোনদিনও খাসনিতো কফি কিংবা চা
যত দাম হোক লাগবে তোর চিনি
টাকা আছে তাই খাস তুই কিনি।
আর আমাকে বলছিস চিনি খাওয়া মোটে ভাল নয়,
চিনি বা মিষ্টিতে ডায়াবেটিস ভয়াবহ রোগ ব্যাধি হয়।
তোর প্রতিটি কথা কাজে অমিল দেখে সব লোকে কয়
মাঝেমধ্যে হুজুরের বেশ ধারণ ভণ্ডামি ছাড়া কিছু নয়।
দাম শুনে ক্রেতাদের শুকায় গলা
চড়া দামে তবু খাস আঙ্গুর, কলা।
আর অন্যকে বলবি এত দামে ফলমূল না খেলে কি হয়!
তাই তোর মত কপটের মুখে কভু এগুলো শোভনীয় নয়।