বৌদ্ধ, খৃষ্টান, হিন্দু, মুসলিম
জাত ভেদাভেদ নয়,
আমরা সবাই বাংলাদেশী
এই তো পরিচয়।
সবার সম্প্রীতি ভালবাসা
নিত্য নতুন ছড়ায় আশা
এই দেশের তরে জীবন দিতে
পাই না কভু ভয়।
আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও হয় !
সদা মিলেমিশে থাকি সবাই
সকল মানুষ যেন ভাই ভাই
কারো হিংসা বিদ্বেষ অন্তরে নাই
সবাই হাসিখুশি রয়।
জন্ম আমার এই দেশেতে,মৃত্যুও
যেন এই দেশেতেই হয়।।