সদা অস্থিতিশীল করতে দেশটা
বুনে ষড়যন্ত্রের আঁটি
আজও স্বৈরাচারের দোসরেরা
নাড়ছে যে কলকাঠি।
হাসুর আমলের যত আমলা,দূত
সবাই প্রশাসনের আওয়ামী ভূত
তাইতো ওরা হাসুর জন্য মরিয়া
হয়ে করছে কান্নাকাটি।
আজও স্বৈরাচারের দোসরেরা
নাড়ছে যে কলকাঠি।
ওরা সবখানেতে লুকিয়ে থেকে
সদাই করছে খুঁতখুঁত,
যে সরষে দিয়ে ভূত তাড়াবেন
দেখি সেই সরষেই ভূত।
যদি সত্যিই ভূত তাড়াতে চান
তো সরষের ভূত আগে সরান
তা নাহলে শীঘ্রই আওয়ামী পশু
বাঁধবে আবার ঘাঁটি।
আজও স্বৈরাচারের দোসরেরা
নাড়ছে যে কলকাঠি।