মঙ্গলবারে ঘুটঘুট অন্ধকারে
সেদিন রাত্রি বেলা
আমি সাবা খেলতে ছিলাম
ভূত পেত্নী খেলা।
আড়াল থেকে সাবার মাথায়
দিলাম জোরে থাবা,
ভয় পেয়ে তাই বলল সাবা
ভূত এসেছে বাবা।
নাঁকি সুরে বললাম তখন
"রক্ষা তোমার  নাই,
মাদার মোড়ের ভূত যে আমি
মানুষের মাংস খাই।
এই যে দেখ কী সূঁচালো দাঁত
নখ যে বড় বড়,
তোমার হাড় হাড্ডি মাংস খাব
কান্না যতই কর।
তোমার নাক খাব, চোখ খাব
রক্তও খাব চুষে,
মাথা মুন্ড সব চিবিয়ে খাব
আমি ভূত রাক্ষুসে। "
ভূতের খেলা খেলতে সাবার
কাঁপল ভয়ে বুক,
সাবার মায়ে কি যেন পড়ে
বুকে দেয় তার ফুঁক।