ঐ শেয়ালগুলোর চিৎকারেতে
যায় না পাতা কান,
শেয়াল খুবেই ধূর্ত প্রাণী, করে
সুযোগের সন্ধান।
রাতের বেলায় ছেড়ে গুহা
ডাক পাড়ে সব হুক্কাহুয়া।
দিনের বেলায় গর্তে লুকায়
পায়না কেউ সন্ধান,
আমজনতা দেখলে তাদের
মারবে পিষে জান।
সেদিন তাড়া খেয়ে পালিয়ে গেছে
সব শেয়ালের দল,
এখন আগের মত শেয়ালগুলোর
নেই তো মনোবল।
মাঝে মাঝে কোন গর্তে থেকে
এখনো হুক্কাহুয়া ওঠে ডেকে।
ওরা আস্তানাতে ফিরতে আবার
করছে কতই ভান,
এখন দূর সীমান্তের ওপার হতে
গায় হুক্কাহুয়া গান।