কংস দিদির মায়ের প্রতি নেইতো কোন মায়া,
চেহারায় তার ওঠছে ভেসে প্রতিহিংসার ছায়া।
মায়ের এখন করুণ দশা
নাইযে বাঁচার আশা ভরসা
কদিন পরেই দেখব হয়তো জীর্ণ শীর্ণ কায়া,
দিদির চোখে দেখছি সবাই প্রতিহিংসার ছায়া।
প্রতিহিংসায় জ্বলছে দিদি একলা ঘরে রোজ,
বছরের পর বছর যে যায় নেয় না কেহই খোঁজ।
দিদির মনে অনেক জ্বালা
বাড়ছে অশান্তির ডালপালা
তাইতো দেখছি কপালে তার দুখের কালো ছাপ
বলছে সবাই,'আসছে দুর্দিন বাড়ছে ঋণের চাপ।"
কেমনে শোধব মায়ের সে ঋণ কোন উপায় নাই
সবার কাছেই হাত পাতিলাম  সাহায্য কিছু চাই
বলছে সবাই নাই কিছু নাই
কি আর করি এখন যে তাই
দুঃখীনি মায়ের সাহাযার্থে এগিয়ে সবাই আসুন,
দিদির চোখে জ্বলছে শুধুই প্রতিশোধের আগুন।