বউটা আমার আস্ত দজ্জাল
তাই তো লাগে ভয়,
এমন জীবন সঙ্গিনী যেন
আর কারও না হয়।
রোজ ওঠতে বসতে খাইতে নিতে
সারাক্ষণ যায় তার প্রশ্নের উত্তর দিতে
বিয়ের পরে শুধু অশান্তিতেই
জীবন করলাম ক্ষয়।
এখন সারাক্ষণ শুধু প্রহর গুনি
কখন মৃত্যু হয়।
পেলাম না তার একটুও আদর
পেলাম না সান্ত্বনা,
মৃত্যু হলে নিশ্চিত বেঁচে যেতাম
বউয়ের এ যন্ত্রণা।
বড়ই অসহ্য বউয়ের বাড়াবাড়ি,
সবখানেতেই করে সে যে খবরদারী
দেখি, ঘরের যত গোপন কথা
সবই মায়ের কাছে কয়,
এমন একটা দজ্জাল বউ যেন
আর কারো ভাগ্যে না হয়।