কুমিরের কান্না
কাঁদছে কুমির দেখছে সবাই
জল নাই তার চোখে,
নিজের সন্তান নিজেই খেয়ে
বুক চাপড়ায় শোকে।
ওই দুষ্ট কুমির খুব হিংসুটে
দেখায় ভাল মানুষী মুখে মুখে
ভেতরটা তার বড়ই কুৎসিত
দেখলে বোঝে লোকে,
বলছে সবাই, লজ্জা শরম
একটুও নাই চোখে।
হাঙ্গর কুমির খুব ভয়ঙ্কর
সদল বলে মিলে
আস্তে আস্তে কোন একদিন
এ দেশটা খাবে গিলে।
এস সবাই রুখে দাঁড়াই
দেশ থেকে এ কুমির তাড়াই
নইলে শেষে ভূত ভবিষ্যত
আনবে বিপদ ডেকে।
সময় থাকতে বেরিয়ে পড়
আজকে এখন থেকে।