মদন
কভু ভেবে তো দেখিনি মদন তোর কথা ঠিক,
তবে ভেবে দেখি  কথা কাজে তুই মুনাফিক।
বাড়লেও দাম বেগুনির চপ
নিজে গিলে খাস গপ গপ।
আর অন্যকে বলবি এগুলো না খেলে কি হয়?
তাই বলি তোর মুখে এসব কথা শোভনীয় নয়।
রোজ নিজেদের ইফতারে লাগবেই খেজুর
সাথে আরো লাগবে বাজারের সেরা আঙ্গুর!
আপেল আঙ্গুর যত দামী ফল
নিজে খেয়ে বাড়াবি দৈহিক বল
আর অন্যকে বলবি এগুলো না খেলে কি হয়?
তাইতো বলি তোর মুখে এ কথা শোভনীয় নয়।
রমজানে রোজা রেখে আঙ্গুর খেজুরের বদল
বরই খাওয়ার উপদেশ দিয়ে যাস ভন্ডের দল।
নিজে তো খাস ফাও ফাও ঘি,
বাজারে তেলের দাম বাড়লেই কি
আর জনগণকে বলবি  তেল না খেলে কি হয় ?
দেশে তোর মত মদনের উপদেশ শোভনীয় নয়।
আমাদের সমাজে মদন তুই ফালতু মানুষ একটা
একদিনও চিনি ছাড়া খাস নাতো কফি কিংবা চা
যতই দাম হোক লাগবে তো চিনি
টাকা আছে তাই খাস তুই কিনি।
আর আমাদের বলবি চিনি খাওয়া মোটেই ভাল নয়,
চিনি বা মিষ্টিতে ডায়াবেটিস ভয়াবহ রোগ ব্যাধি হয়।