"অভাবে হয় স্বভাব নষ্ট" তবে  
সেটা সবার ক্ষেত্রে নয়,
অভাব,অনাটন না থাকলেও
কারো কারো মন্দ স্বভাব হয়।
যেমন ছিল চৌধুরীর খাছিলত
ঠিক তেমন তার পুত্র আজমত
ঠগ বাটপারি ছল চাতুরী, কারণে
অকারণে মিথ্যে কথা কয়।
চৌধুরীর ছেলে আজমত কাকা
দোকানে বাকি খেয়ে না দেয় টাকা
দোকানদার তার টাকার জন্য
আজমতের পিছে ঘুরে ঘুরে হন্য
জুতার সুকতলা করে ক্ষয়।
আজমতের বল কিসের অভাব!
বড়লোক হলেও বদলেনি স্বভাব
তাই কারো কারো এ বদ খাসিলত
তাদের বংশ পরম্পরায় রয়।
কাজেই অভাবে হয় না স্বভাব নষ্ট
শহিদুল তা দেখে শুনে কয়।