বাজারে এখন ভোগ্য পণ্যের
নাই ঘাটতির সমস্যা,
তবু রমজানকেই পুঁজি করে
ওরা মুসলমানের লেবাস পরে
খুলছে লাভের ব্যবসা।
দশ টাকার আলু ত্রিশ টাকায়
রমজানে বিক্রি হচ্ছে ঢাকায়।
এতে দোকানদার তো মহাখুশি
গরীবের যে মরণ দশা,
রমজান এলে দোকানদারদের
জমজমাট হয় ব্যবসা।
এখন একশ টাকা লেবুর হালি
আনন্দে লাফায় আক্কেল আলী
আসল টাকার প্রায় অর্ধেকেই লাভ
কাঁচা মালের ব্যবসায়,
রোজায় পাল্টে গেছে ভাগ্য যে তার
নাই আগের অবস্থায়।