দুদিন আগেও যার দাপটে
কাঁপত সারা দেশ
নিজেই সেতো প্রাণের ভয়ে
পালাল শেষমেশ।
এ নজির থেকেই শিক্ষা নিন
ক্ষমতা রয়না সেতো চিরদিন
নমরুদ ফেরাউনের মতন
অত্যাচারীর হয় যে পতন
ঔদ্ধত্য আচরণ দমন-পীড়ন
ছড়ায় ঘৃণার রেশ।
মনে রাখবেন একার কারও
নয়তো বাপের দেশ।