শুনি "জনগণের বন্ধু পুলিশ"
আদৌ এই কথা কি সত্যি?
কার্যকলাপ দেখলে ওদের
হয় নাতো বিশ্বাস একরত্তি।
সেদিনের কোটা আন্দোলনে
ছাত্রদের প্রতি রুঢ় ব্যবহার
পুলিশ লীগের সেই বর্বরতা  
জল্লাদকেও মানায় যে হার।

ওরা নির্বিচারে চালায় গুলি
নিরীহ ছাত্রের বুকের পরে,
কাউকে আবার গুম করে যে
আটকিয়ে রাখে আয়না ঘরে।

সেই আয়না ঘরে চালায় ওরা
আত্যাচারের স্টিমরোলার
জামাত শিবির আখ্যা দিয়ে
করে অমানবিক অত্যাচার।

দেশে চলছে যেন ভয়াল যুদ্ধ
ছাত্র,পুলিশ আর  জনতা
পুলিশ দেখায় হিংস্রভাব,ধরে
রাখতে স্বৈরাচারীর ক্ষমতা।
চারিদিকে মুহূর্মুহু চালায় গুলি
সোজা লক্ষ্য করে মানুষকে,
বাসায় থেকেও পায়নি রেহাই
কোলের অবুঝ শিশুও যে।

ঐ ব্যাধে যেমন পাখি মারে
তেমনি পুলিশ মারে মানুষ যে
ওরা পুলিশ তো নয় দানব যেন
তাই  নাই মানবীয় হুঁশ সে।
আন্দোলনকে করতে নস্যাৎ
কোমলমতি সব ছাত্র ধরে,
জ্বালাও পোড়াও নাশকতার
মিথ্যে মামলায় জেলে ভরে।
সদা ছাত্রের উপর চালায় ওরা
আত্যাচারের স্টিমরোলার
জঙ্গি,জামাত,শিবির আখ্যা দিয়ে
কি ভীষণ রকম করে টর্চার।
আকাশ বাতাস হয় যে ভারী
তাদের নির্মম অত্যাচারে,
পুলিশ জনগণের বন্ধু হলে
কেমনে এসব করতে পারে !
তাইতো এখন পুলিশের প্রতি
বাড়ছে জনগণের ঘৃণা অতি
আগের মত নাই শ্রদ্ধা ভক্তি।
হাজার চেষ্টায় মিলবে কি আর
এহেন ঘৃণা থেকে মুক্তি !