হয়তো বদলে গেছি আমি
নয়তো বদলে গেছে জীবন
হয়তো সময় ঘোড়ায় চড়ে খুঁজছে আমায় সারাক্ষন |
আমি নাকি মানুষ নই, জোকার বলা যায়
খসে পড়া চুন সুরকির রঙ্গমঞ্চে নেইতো আমার ঠাঁই
মাথায় করে উঠিয়ে বোঝা সবটা আমার দায়
হায় বিধাতা হায়,
মাটির পৃথিবী ছেড়ে নাকি নরকে বিদায় |
পুকুরের জলে হাবুডুবু পৃথিবী কচুরিপানা
তারপরও চাকার মতো
ঘুরে ঘুরে মাথানত
দম ফুরানো পৃথিবীটা, এক আজব রুক্ষ সরাইখানা
উড়ছে মানুষ, উড়ছে টাকা লাগিয়ে উটের ডানা
তবু চুপ করে থাকায় ভালো বলতে নাকি মানা
সব কিছু দেখে শুনে অবাক মনে একটি কথায় জানা
মন উঁচিয়ে নাক কুঁচিয়ে সব হয়েছে মাস্তান আর দিল লাগি দেওয়ানা |
আমি নাকি হত্তছাড়া ভ্যাবলা ভোলাকান্ত
সত্যি বলছি জন্মদাতা এসব যদি জানতো
তবে কি আর এই পৃথিবীর যন্ত্রশালায় আনতো
লঙ্গরখানা খুলে একটা লাগাম ধরে টানতো
নয়তো বগল দাবা করে সব করতো আদ্যোপ্রান্ত |
তবু চলা সময় ধরা
পেঁচার মতো ঝুলে পড়া, মানুষ আমায় ভাবো
তা না হলে গিটার ধরে চিবিয়ে ঘাস খাবো
আর তা না হলে, সব ছেড়ে বৃন্দাবনে যাবো |
অদ্ভুত সব মানুষ আর অদ্ভুত সব কাজ
ভাবতে গেলেই অবাক আমি কপালেতে ভাঁজ ,
ভাঙা গড়ার মধ্যে যেন সভ্যতা চুরমার
আমরা এখন মানুষ নই, সবাই গোপালভাঁড় |
তবু জীবন ভাবছে মানুষ
খুলবে কি আঁধার
জীবন যেথা জ্ঞানপূর্ণ মুক্ত ও উদার
হারিয়ে যাওয়া পথে অসঙ্কোচিত পা বাড়াবার
আনন্দ আবার,
ফিরে পাবার |