ঝাপসা হয়ে আসছে চোখ
কাঁধে তখনও বাদুড়ের মতো ঝুলানো মানুষ,
আকাশের বজ্রপাত আলোর ঝলকানি দিয়ে
চিৎকার করে বলে মানুষ নাকি এখনও ক্রীতদাস,
যার ভিতরে পাপ আর কাঙালের বিলাপ,
সেখানে নাকি হয় পাপীদের মনের চাষ
আর প্রতিহিংসার বসবাস,
নিজের হাতে নিজের সর্বনাশ |
ইতিহাসের মাটি চাপা বিন্দু বিন্দু সময়
আর্কিমিডিসের বিবর্তবাদের পোড়া কাগজে
তিলে তিলে হয় ক্ষয়,
তবুও নিস্প্রান দেহে খল নায়কের মুখ,
ডেকে আনে নোনা জলের ফোঁটা ফোঁটা বিন্দুতে গড়া সভ্যতার
নিষ্পাপ জীবনের উত্তাপ আর যন্ত্রনায় মরা সুখ,
সুস্থ দেহ তবুও মনের অসুখ |
সময় ভাবে রূপান্তর
যেমন পাপী থেকে পাপ নাকি পাপ থেকে পাপী
কোনটার দাম বেশি.
মনের শক্তি নাকি হিংস্র দানবের আগুনের মাংসপিণ্ডতে
জ্বলন্ত পেশি,
সব কেবল ভাবনা
তবুও শান্ত মন, অশান্ত হয়
হিমশীতল বরফ তবুও সেখানে দগদগে তাপের উদয়
শুধু দেখে থাকা, যদি পড়ি মারা, এই ভয় |
এখন নাকি পাল্টে গেছে মতবাদ
যেখানে ঘাত প্রতিঘাত আর নিষ্ফল প্রতিবাদ,
ঝাঁঝালো জ্বলে যাওয়া অর্থহীন দেহ আত্ম চিৎকার
করে বলে এটাতো সেই আদিম যুগ নয়
যেখানে ধ্বনিত হতো
পাপকে ঘৃণা করো পাপীকে নয়,
এখন বলতে হয়
পাপীকে ঘৃণা করো পাপকে নয় |
অবাক মন
কেন এমন বদলে যাওয়া বাস্তবতার অঘটন,
চিত্ত হরণ আর রক্ত ক্ষরণ
পথ তাকিয়ে দেখে,
পাপ কখনো সৃষ্টি হয়না নিজে
যেমন বৃষ্টি এলেই মাটির শরীর ভিজে,
যার ভিতরটা নষ্ট, মনটা অন্ধকারে
মানুষকে ধ্বংসের করে দাপাদাপি
সেখানে জন্ম নেয় পাপী
এরপর পাপ,
আর তারপর প্রকৃতির কান্না আর মানুষের অভিশাপ
যদি পৃথিবীটা বদলে যেত আবার
দূর আকাশে শুনা যেত পাপীদের বিলাপ
যেখানে মানুষ মানুষ হবে,
পাপ হবে পুন্য,
আর নিষ্পাপ পৃথিবীতে রুদ্র রূপ
ঘোমটা ছেড়ে বেরিয়ে এসে হয়ে যাবে পাপী শুন্য |
জীবনের অধীর ঘন্টায়
আজ পাপীদের হারিয়ে পাপকে বিদায় জানাই
কোনো এক মহালোকের ধ্রুব তারায়,
আবহমান পরিবর্তনের কাব্যিক চিন্তাধারায়
যদিও জীবন সেখানে বড় অসহায়
তবুও তীব্র ঘুম তাড়িয়ে জেগে উঠতে চাই
যেখানে থাকবে সবাই
মিলন মেলায়
কোনো এক বিস্ময়কর সন্ধাবেলায়
তারা ঝলমলে রোদের বিনিদ্র প্রতীক্ষায়
যদি ফিরে পাওয়া যায়,
মানুষের হাতে গড়া সম্ভাবনার নাটাই |