যে মানুষ জীবনবোধের মূল্য বুঝে
যার কিংবদন্তী পায়ের শব্দে অসত্যরা কম্পিত হয়
পৃথিবীতে সে বন্ধুহীন,
তারপরও ধাক্কা খেয়ে বেঁচে আছে এই পৃথিবী
তাদের ছাড়া সব যেন আজ মৃতের মতো প্রাণহীন
জড়ের চেয়েও মূল্যহীন,
কিংবা আলোকিত ইতিহাসের পাতায় সভ্যতারা অর্থহীন |
যাদের বন্ধু থাকেনা
তাদের পিছনে স্বার্থেরা দৌঁড়ায়
কিংবা ধাক্কা খায়,
তবুও জ্বলন্ত আগুন হাতে নিয়ে বরফের বাস্পে
স্বার্থহীন দেশপ্রেমিকের চশমায় তাদের আবেগ ছড়িয়ে গড়িয়ে যায়
ইট পাথরের খণ্ডিত দেহের মতো তাদের পরশ পাথরে
অকৃত্রিম ভালোবাসার ছোয়ায় ভেসে যায় সব ঘুমন্ত অন্যায় |
আমি তাদের কথা বলতে এসেছি আজ
কণ্ঠে আমার বিনি সুতোর ভাঁজ
যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে বলে বেছে নিয়েছে
একাকিত্বের জীবন
আর আকাশে তাকিয়ে
নির্ভীক মুখ উচ্চারণ করে "যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলরে, একলা চলরে "
যদি ভেঙে গিয়ে দুমড়ে মুচড়ে এই ঘুনে ধরা পঁচা সমাজ
নতুন করে গড়ে
বৃষ্টি যেথায় উদার ক্লান্তিহীন বিশ্ব চরাচরে |