মুঠো ভরে আলো
নিতে গিয়ে
মুঠো বন্দি অন্ধকার নিচ্ছি,
কাঁচের আয়নায়
দেখছি মুখ, মুখটা কি আমার?
সব দেখি, যায় না নিজের মুখ দেখা।
আয়নার মুখটা দেখে
নিজেকে চেনার পরীক্ষা দিচ্ছি।
একগুচ্ছ লাল গোলাপ
হাতে নিয়ে
গোলাপের সৌন্দর্যে ডুবতে গিয়ে
তার কাঁটায় বিদ্ধ হচ্ছি,
চলছি আমি,
চলছে আমার ছায়া
আলোতেই।
জানিনা কে বিশ্বাসঘাতক—
আমি? না, আমার ছায়া!
অন্ধকারে কে কাকে ফেলে যাচ্ছি?
সবটাই প্রশ্ন
উত্তর খুঁজতে গিয়ে
নিজেকে হারাচ্ছি
কখনো হারিয়ে নিজেকে নাকি
অন্য কাউকে খুঁজে পাচ্ছি,  
সমুদ্রে ডুবে তাই
শুন্যতায় হাত ঝুলিয়ে
জানিনা কি, হাতড়াচ্ছি |