ক্রীতদাস প্রথায় ফিরে যাচ্ছে সময়
কড়কড়ে টাকার আওয়াজে
মানুষ হয়ে গেছে পণ্য,
এখন মানুষের নিলাম উঠে সভ্য বাজারে
যেখানে মানুষের পসরা সাজিয়ে মিডিয়ার চাকচিক্যে
দামি
মানুষগুলো হতে চায় অনন্য
যেন আদিম যুগের হারিয়ে ফেলা কোনো গহীন অরণ্য,
সুট প্যান্ট পড়া মানুষ কি বলা যায় তাদের
নাকি তাদের বলতে হবে অসভ্য কিংবা বন্য
যারা বাজিকরের টাকার দরে
বদলে ফেলে নিজের অদম্য সাহস
যাদের রক্তে বিশ্বাসঘাতকতা কিংবা মন্তিষ্কের কোষ
চোখে মুখে উন্মাদনা আর অস্থিরতার আক্রোশ |
কেমন যেন হয়ে গেলো মানুষ
এখন নাকি আবেগ কিনতে দাম লাগে,
প্রেম নাকি আরো দামি
যদি এটা হয় দেশ প্রেম,
তবে কোথায় নিঃস্বার্থ দেশের জন্য অকৃত্রিম ভালোবাসা
সেখানে টাকার বড় অংকে স্বার্থের হয় আমদানি
কিংবা আধুনিকতার নাম দিয়ে
খেঁটে খাওয়া মানুষের সুতো দিয়ে বোনা শাড়ির বদলে
মনকে বিদীর্ণ করে যান্ত্রিকতায় গড়া জামদানি
আর নিজের বিবেক বিকিয়ে নিজের সাথে
চলে আয়নায় দেখা নিজের জলছাপ
মনের নফরমানি,
তারপর হট্টগোল কানামাছি
কানাকানি,
জানাজানি,
পরস্পরকে নিয়ে টানাটানি |
কেউও আয়েশি গলায় বলতে পারে এটাই তো সময়ের দাবি
এটাই হতে পারে সওদাগর হবার
তালা খুলে জীবন বদলে ফেলার চাবি,
তারপরও ইতিহাস চিৎকার করে বলে উঠে
তাই বলে কি তোর নিজের হাড় মাংস
অস্তিত্ব নিজেই চিবিয়ে খাবি |
সব যেন কেমন হয়ে গেলো এলোমেলো
ক্রিকেটের নিলাম
ক্রিকেটারের নিলাম
ফুটবলের নিলাম
ফুটবল খেলোয়াড়ের নিলাম
খেলার নিলাম
চাকরির নিলাম
কবিতার নিলাম
কাব্যের নিলাম
বিজ্ঞানের নিলাম
মানুষের নিলাম
জীবনের নিলাম
বিবেকের নিলাম
সংগীতের নিলাম
আর প্রতিদিন ঘুম থেকে জেগে দেখি অসত্যকে
বুকে ধরে হয়তো সত্যকে নিজের হাতেই বিকিয়ে দিলাম,
যখন সন্ধ্যা, ক্লান্ত আকাশ
মনে হয় আগেই তো ভালো ছিলাম
তখন আকাশ ছিল
মানুষের মন ছিল,
আর ছিল ফোঁটা ফোঁটা জীবনের আবেগ
সুয়েজ খাল কিংবা দূষণমুক্ত ফয়েজ লেগ |
থেমে যায় মন
পর্যুদস্ত হয় জীবন
এখন নাকি অভিনয় করতে গেলেও মন থেকে
আসেনা চোখের জল,
গ্লিসারিন চোখে মেখে মেকি কান্নার বাস্প উড়ে বাতাসে
আর প্রতিদিন রং বদলের মতো গঞ্জের হাঁটে চলে দল বদল |
খুব ঝলমল করে লাল নীল বাতির আসর বসে
বাণিজ্যিক পণ্যের মতো অপেক্ষায় থাকে
খেলোয়াড়ের দল,
যদি দাম বাড়ে তার রসের বাজারে
টাকার ভারী লোহা লক্করে ভরে নিজের স্বার্থের আঁচল
ক্যামেরায় বেজে উঠে নুপুর ঝিলিকের
আলোয় ঝলমল |
খুব বেশি অবাক লাগে সব কিছুতেই আজ যেন
ক্রীতদাসের হাসি
কলম্বাসের প্রেতাত্মাদের হুইসেল দেওয়া স্টিম ইঞ্জিনের
রেলগাড়ি ঝম ঝম,
নিষ্ঠুর কাঠ কয়লার পোড়া আগুনের বাঁশি
সব যেন ভুলে গেছে কত কষ্টে আমার দেশের চাষা-চাষী
ফসল ফলায় মাঠ ভরা,
অভাব, যাতনা আর তারপরও সৃষ্টির আনন্দ
আর প্রাণ খোলা হাসি যেন ঘাম দিয়ে গড়া
পাতা ঝরা,
নিজের সাথে লড়াই করে লেখা জীবন বোধের ছড়া |
সব যেন মিথ্যে আজ
সং সাজা জীবন সত্যের এক নির্মম খেলা,
তারপরও ভাবতে হয়
জীবন যদি ফিরে পায় মনুষত্বের বাজারে
মুক্তবুদ্ধির, মুক্ত চিন্তার মানুষ গড়ার মেলা
যদিও এখনো অবেলা
আর স্বপ্ন দেখে অবহেলা,
বাঁচাও বাপ্ গো বাপ্ জীবনের আরেক
নাম ঠেলাগাড়ির মতো ঠেলা,
থাকবে কি পড়ে
ধ্রুব তারার মতো সারাবেলা |