মনের পর্দাটা ফেটে গেলো
বেরিয়ে এলো এক দুর্দান্ত দানব,
যেমন বেরিয়ে আসে মানুষের পিছনের কল্পিত রূপ
স্বরূপ কিংবা বিরূপ,
কিংবা অগ্নুৎপাতের বুদ্ বুদ্,
মাথা তুলে আবার জলতরঙ্গে দেয় ডুব,
কেউ স্বার্থ খুঁজে আর কেউ বলে মজা খুব |
এখন সেখানে যেন শুধুই বিরান ভূমি
যেখানে স্বার্থরা দম্ভ করে গড়ে তোলে সুবিধাবাদিতার অবরোধ,
যেখানে সুতীব্র চিন্তাদের সংকীর্ণতা নিতে চায় প্রতিশোধ,
আর বিচারের শক্তি লংঘিত সীমারেখায়
হারায় শংকিত বিবেচনাবোধ
ক্ষতটা তবুও থেকে যায় আগের মতো
যেমন থেতলে যাওয়া জীবনটা নির্বোধ হতো
অবিরত বিড়ম্বিত |
মানুষ, নাকি ওটা আয়না,
যেখানে প্রকৃতি বিলুপ্ত হয়,
যেখানে বীরের অভিযাত্রা ঝলসিত আগুনে পথ হারায়
চকচকে বাস্তবতার সাথে জীবনের মিল খুঁজে পায়না,
তবুও কেন মনের খেয়াল নিজেকে ফিরে পেতে চায়না,
আর রুদ্ধ জীবন বোবা তারপরও ধরে মহাসংগীতের বায়না,
কেউ খায় আর কেউ খেতে পায়না এটাই নাকি জীবনের ভঙ্গুর আয়না |
মানুষ নাকি এখন কঠিন প্রাচীর
অনুভূতি নেই, আবেগ নেই
মন নেই, মনের ঠিকানা নেই
কচুরিপানার মতো জলপ্রপাতের স্রোতে কিংবা জীবনবোধে
কৃত্রিম দুনিয়ার রঙ্গমঞ্চেই,
হারায় নিজের সত্তা আর জীবাশ্মের খেই,
আর রক্তিম আকাশ ঘুরতে ঘুরতে বলে যায়
কোথাও কেউ নেই,
কেউ নাই, নাই তবে চলে যায় ,
হারায় মধ্য দুপুরে মধ্য রাস্তায়,
শুধু পরে থাকে আত্মাবিহীন মাংসটাই
কোনো এক নর খাদকের আঙিনায়
অজান্তে, অবেলায় |
মানুষ বড় নাকি মানুষের মন
স্বপ্ন বড় নাকি স্বপ্নের সমর্পন,
তারপরও বিদ্রুপ জোকারের মুখ চেঁচিয়ে বলে
যত্তো সব হাড় মাংসের অভিশপ্ত মানুষ,
যাদের দেখানোর কথা ছিল সম্ভাবনা,
সংকল্প আর দুর্গম পথে যাত্রার মানচিত্র
অবাক পৃথিবী কি বিচিত্র !
তারাই আজ সেজেছে নটরাজ
যেখানে মানুষ খড় কুটোর মতো
খেলার পুতুল কিংবা প্রাচীনকালের অনুগত ক্রীতদাস,
যেখানে প্রতিদিন জীবন দেখে জীবনের সর্বনাশ
বনবাস আর মানুষ খেকো গাছ বিলাপ করে
গলায় পড়ায় দড়িতে গড়ানো দুঃসাধ্যের নিঃশ্বাস
আর শব্দ যেখানে সত্য
জীবন সেখানে শঙ্খনীল কারাগারে
হারায় বিশ্বাস,
আর করে মৃত জীবনের চাষ,
বেঁচে থেকেও যেখানে জীবনের বিন্দু বিন্দু বিন্যাস,
কুন্ঠিত হয় নিস্তব্ধে দাঁড়ায় ইতিহাস |
জীবন যেন যন্ত্রনা
জীবনের সাথে জীবনের প্রতিদিনের লড়াই
কিংবা মনকে পদদলিত করে মনের বড়াই,
যেখানে উল্কাপিন্ডরা
বাস্প ছড়ায় আর কোরাস গান গায়
বেঁচে থেকেও যেখানে বাঁচার অর্থ নাই,
এটাই কি মন জীবনের দায়,
নাকি নক্ষত্রের পতন ঠেকাতে গিয়ে
নিজের অস্তিত্বে নিজেকে হারায়,
তবু বেঁচে থাকার স্বপ্ন দেখে মানুষ
মহাসমুদ্রে একটুকরো কাঠ ধরে পেরিয়ে যেতে চায়
মহাকাল, সময় আর সভ্যতা,
যেখানে জীবনের পথে মনের পথ দেখায়
আর লিখে জ্বলন্ত দিয়াশলায়ের কাঠিতে
সমগ্রতার বিস্ময়কর অধ্যায়
থাকি প্রতীক্ষায় |