এক
হিপোক্রেসি কোনটা জানো
হিপোক্রেসি সেটা
যেটা জানে তুমি ভুল
অথচ তুমি নিজেকে
ফেরেশতা ভাবছো
অন্যদের শয়তান |
মনে হবে সর্বৈব মিথ্যা
কিন্তু সেটাই সত্য
যেমন
পৃথিবীতে পাপ করেনি
এমন কোনো মানুষ নেই
হয়তো পাপটা অনেক বড়
অনেক ছোট
অথচ নিজেদের
নিষ্পাপ ঘোষণা করে
মানুষ অন্যদের পাপী বানায়
পাপীদের খুঁজে
নিজের ভিতরের পাপীটাকে
কখনোই দেখার চেষ্টা করেনা
কারণ মানুষ আমরা,
খুব সুবিধাবাদী
খুব স্বার্থপর
খুব আত্মকেন্দ্রিক |
দুই
একটা লাশ কাঁধে
বয়ে বেড়াচ্ছি
কার আর ?
নিজের লাশ
অথচ কি অদ্ভুত
বেঁচে থাকতে আমরা তা
অনুভব করিনা
মরে গেলে অনুভূতি
আছে কি নেই তা
আমরা জানার চেষ্টা করিনা
মানুষ সব সময় অনুভূতিহীন
যেটা মনে হয় অনুভূতি
সেটা হয়তো অভিনয় !
হয়তো !
কারণ বাস্তবতা
বলে কিছু নেই
সেটা একধরণের প্রতারণা
যা থিওরিতে হয়তো সত্য
জীবনযাপনে
মিথ্যার কংকালের মতো
এর চেয়ে বেশি কিছু নয় |