সবাই যেন কেমন বদলে গেছে
যেমন বদলে গেছে সময়
সেই বিশ্বাসী চোখ আর স্বার্থহীন মানুষ আর নেই
যেন পোড়া কয়লার নিজেকে পুড়িয়ে পাথর খুঁজছে পাথরের ক্ষয় |
না, বলার কিছুই নেই
নাকি বলতে নেই,
যা পথের ধুলোতে হারায়
তা কি কখনো ফিরে পাওয়া যায় ?
নিষিদ্ধ শহরের চৌরাস্তায় |
সব বজ্জাত স্বার্থপরের মতো অবিকল
সময়ে আপন হয়,
আর দুঃসময়ে খুব অচেনা, চেহেরা বদল,
নিজেরটা বুঝে নিতে কলকব্জার বাজারে
নামে মন হারানো আউলা বনের মন পাগলের দল,
আর
চলন্ত সভ্যতায় দাঁড়িয়ে থাকা মানুষকে
যান্ত্রিকতার ধুঁয়া তুলে বলে, ওটাতো বেঁচে নেই
মরে হয়েছে বিকল |
চিরচেনা মুখগুলো অচেনা হয়ে যায় মুহূর্তেই
সব কিছু ভুলে যায় মানুষ
যার হাত ধরে তার জীবনের প্রথম প্রেম
কবিতা লেখা আর ইতিহাস গড়া,
তা যেন আজ শুকনো কাগজের ফুল আর
একটুকরো বাতাসি হয়ে বানভাসি জীবনের নিঃশব্দের ছড়া
বিচিত্র মানুষ বিচিত্র তার স্বপ্নের মতো ঝরে পড়া |
চোরা গলিতে আজও ওদের স্বার্থের মুখ ভাসে
যেমন শেওলা ভাসে নীল বিরহের জলে,
আর বেঈমানের মতো বলে,
তুমি চলে যেতে পারো
তোমার প্রয়োজন নেই
আমাদের প্রাণহীন স্বার্থের বায়বীয় যাঁতাকলে
আর পাহাড় যেখানে নেমে আসে সমতলে |
কে জানে কেই বা বলতে পারে ?
হয়তো বদলাবে মানুষ, বদলাবে সময়
নয়তো বদলাবেনা কোনো দিন,
আর যেদিন আসবে সুসময়,
তখন হয়তো
গেয়ে উঠবে গান আর
তুলবে আওয়াজ জয় আমাদের জয়
কি অদ্ভুত কৃত্রিম সূর্যের বিমূর্ত উদয় !
সব মিথ্যে সাজানো নাটক
এবার ভিতরটা খুলে দেখা দরকার,
স্বার্থের মুখোশটা উপড়ে ফেলে
জেগে উঠবার সময় হয়েছে সময়ের আবার,
তারপর বারবার,
প্রতিবার,
আঘাত আর আঘাতের অহংকার
ছুঁড়ে ফেলবার শব্দহীন অধিকার
তোমার নাকি আমার
নাকি নিজের আয়নায় নিজেকে সাজাবার |
কে জানে কেইবা বলতে পারে
হয়তো মধ্য রাস্তায় সেটাও হতে পারে
আঁধারে আঁধারে |
তবুও রাখতে হয় সতর্ক দৃষ্টি
যদি আবার মাথা চাড়া দিয়ে উঠে দৈত্যের দল
ভেঙে দেয় সমৃদ্ধি আর জীবনকে করে অচল,
এবার দাঁড়াতে হবে
খুলতে হবে মানুষের মন,
যেখানে বিশুদ্ধ মানুষ আর স্বার্থরা বিলুপ্ত প্রায়
কোনো এক সদ্য ফোঁটা ডাইনোসরের মতন,
বেঁচে আছি বেঁচে থাকবো যতক্ষণ,
মানুষের মতন |