সমর্পিত মন

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

কিছুক্ষন আগে অপঘাতে মৃত্যু হয়েছে যে মানুষটির
লাশকাটা ঘরে তার ময়নাতদন্ত হলো আজ কাটাছেঁড়ার
কিন্তু একটু একটু পোড়া দহনে মৃত্যু হয়েছে যাদের মনের
কখনো মন কাটা ঘরে  তাদের ময়নাতদন্ত দরকার
এই অধিকারটুকু  দিতে চাই মানুষকে বলার
খুঁজে পাইনি মানুষ কখনো আবার  |
আমার শরীর তো মরেনি
মরেছে মন
সমাজ মরেছে
মনের ঘাতকের কাছে জীবন করেছে বিসর্জন
আর চাপা দেয়ালের অন্তরাল থেকে হাতের কব্জির জোরে
মানুষের মন যখন হয় অজ্ঞাতে অপহরণ
তাতে ইট পাথর চুন সুরকির আবরণ
ঘটায় দমে থাকা অন্ধকারের বিমোহিত আলোড়ন |
শরীর থেকে আত্মা বেরিয়ে মৃত্যু যতটা কষ্টের
তার থেকে বেশি কষ্টের মনের মরণ
যেখানে প্রতিদিন চলন্ত  রেলগাড়ির মতো
দুমড়ে মুচড়ে নরখাদকের পায়ের নষ্ট চামড়ায় পদদলিত হয় জীবন
যার আরেক নাম মানুষ আর কোমল পদ্মের ভিতর
নিশ্চুপ বসে থাকা কয়েদির মতো মায়াবী মন |
আমি মনের মুক্তি চাই
মানুষের মন
যেখানে শরীরের  মৃত্যু মনের মৃত্যুকে ডেকে বলবে
আর পলাতক থেকোনা  বেঁচে আছো তুমি ততক্ষন
যতক্ষণ বেঁচে থাকবে তোমার জ্বলন্ত আগুনে পোড়া
খাঁটি সোনার মতো বিশুদ্ধ মন
যেখানে মনের ভিতর বেঁচে থাকে মানুষের জীবন
অতৃপ্ত  বাসনার আয়না ভেঙে
এক দুর্লভ অভিযাত্রায় সঙ্গী হয়  অন্য ভুবন |