একটি শব্দ
হয়ে গেলো একটি উচ্চারণ
তারপর শ্লোগান, ঝাঁঝালো মিছিল,
মানুষের পদচারণা আর বিবেকের জীবন,
ডানা মেললো পাখি,
আর অস্তিত্ব হলো অপহরণ |
সবাই নাকি মানুষ হতে চায়
নাকি মানুষ সাজার কল্পিত অভিনয়,
যেখানে ঘোড়ার পিঠে চড়ে পৃথিবী
ফানুস উড়ায়,
পাতা ঝরার দিন আসে
আর খসে পড়ে সাধুবেশী শয়তান কাচের আয়নায়
টুকরো টুকরো হয়,
পাপের বোঝায় |
দিনটা কেমন যেন হয়ে যায়
যেমন বদলে যায় চেনা সময়,
চেনা মানুষ অচেনা হয়
কাছে আসে, আপন হবার অদ্ভুত চেষ্টা
তবু মুখটা বেরিয়ে এসে স্বার্থটা ক্ষেপে যায়
পথ হারায়,
আর বুভুক্ষ শুকুনীদের মানুষ খাবার গান গায়
চেনা চেনা তারপরও অচেনা
থেকে যায়,
সেটা মানুষ নাকি নিলজ্জ অন্যায়
স্বার্থহীনতা নাকি দায়,
আগমনী বার্তা না বিদায়,
দূরবীন দিয়ে দেখা যায়না আর অনুবীক্ষন যন্ত্রে
যেন তার তারকাটা ধুলোতে লুটায়,
পড়ে যায়,
ছারপোকার মতো আটকে যায় শুকনো পাতায়
অজান্তে অজানায়
একবিন্দু অসহিষ্ণু উষ্ণতায় |
যে মানুষ নিজেকে মানুষ বলেনি
বলেছে আমি তো হতে পারেনি মানুষ,
মানুষ হতে চাই,
যেমন রাত থাকে সূর্যের অপেক্ষায়,
ধীরে ধীরে এনার্জি সেভিং বাল্ব গুলো নিভে যায়
তীব্র আলোয় পথ হারায়,
তবুও বিবেক দৈত্যের কাছে অসহায়,
আর নিজেকে বাঁচানোর স্বপ্ন ভাঙার থলেটা বয়ে বেড়ায়
অপেক্ষায়,
যেমন মিথ্যে সত্যকে শুধায়
আবার হারিয়ে যায় তাল পাতায় |
শব্দগুলো যদি মানুষ হতো
উচ্চারণগুলো যদি পৃথিবী
মানুষ মানুষ হতো,
আর অহংকার হতো মোহনীয় গীতি
যেটা মানবেনা কোনো ফর্মুলা আর দুর্ভেদ্য অংকের রীতি,
তবুও যন্ত্রণার সমীকরণে মেলায় ফেলে আসা দুঃসহ স্মৃতি
স্থিতি আর বিস্তিতি |
তারপরও চেষ্টা বিবেকের
বিক্রি হতে চায়না সে
বিকৃত মনের কাছে,
ভাবে আর কম্পিত কণ্ঠে উড়ন্ত অগ্নিকুন্ডের মতো বলে
এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে,
যতক্ষণ আছে
ততক্ষন বেঁচে থাকবে পৃথিবী
উল্টো পথের গড়বে মাটির ঘর,
আর সত্যের আনন্দ নগর,
অতঃপর |