আমি বিজ্ঞানী হতে গিয়ে
কখন যে লেখক হয়ে গেছি তা বুঝতেও পারিনি।
আমি বলছি আমি লেখক,
মানুষ হয়তো বলছে সে একটা উম্মাদ।
আমি বলছি আমি বিজ্ঞানী,
মানুষ বলছে সে একটা মূর্খ।
আমি বিজ্ঞানী হতে গিয়ে
কখন যে লেখক হয়ে গেছি তা বুঝতেও পারিনি।
আসলে আমি আমার কাছে যা,
অন্যের কাছে আমি কিছুই না।
কারণ মানুষ কৃপণ হচ্ছে,
ভালোর প্রশংসা করতে জানেনা
ভালোকে ভালো, মন্দকে মন্দ
বলতে জানেনা ।
সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা
বলতে জানেনা |
ঈর্ষা, হিংসা, অন্যের ভালো মানুষ
এখন আর নিতে পারেনা।
স্বার্থ আর লোভ মানুষের
জিনের ভিতর এখন.মিশে গেছে,
সেখানে মুখ আছে
মানুষ নেই,
মুখোশ আছে
মানুষ নেই,
এখন নিজেকে ঝুলন্ত মাকড়সার মতো,
মনে হয়,
না বিজ্ঞানী, না লেখক।
বরং সবার মতো ভাবছি
আমি উম্মাদ, আমি মূর্খ।
কারণ আমি নিজে অসুখী হলেও
মানুষকে সুখী রাখতে চাই।
তবে মানুষকে চিনেছি,
নিজেকে চিনতে পারিনি এখনো |