খুব সাধারণ একটা মানুষ আমি
ঠিক আমার মতো,
যেখানে চিন্তা আছে,
চিন্তার ভিতর সৃষ্টি আছে
সৃষ্টির ভিতর ভাঙা-গড়া আছে,
ভাঙা-গড়ার ভিতর
বিশ্বাস আছে,
বিশ্বাসের ভিতর নিজের
চেনা-অচেনা প্রতিবিম্ব আছে
ঠিক আমি
হয়তো আমি নই
তারপরও আমার মতো
বুকে চেপে রাখতে যাচ্ছি যত
ততই দাউদাউ করে
জ্বলে উঠছে
ঝাঁঝালো মাংসের মতো মনের ক্ষত
গন্তব্যটা বদলেছে হয়তো
তবে নতুন পথ খুলছে অবিরত
যদিও বিবেকের ভিতরের
মানুষটা তখনও আহত |