সবাইকে জিতিয়ে দিবো বলে
হেরে যাই বারবার;
জেনে-শুনে ঠকি,
সবাই আমাকে বোকা ভেবে
যদি প্রানখুলে হাসে আবার;
আমি কাঁদি, চোখে নয়,
চোখের আড়ালে সবার;
দিনের আলোয় ডায়াজিনিসের মতো
হারিকেন হাতে মানুষ খুঁজি,
যদি দেখা মেলে মহৎ আত্মার;
জানি চলছি বিশ্বাসঘাতকদের সাথে
তবু মানুষকে বিশ্বাস করি
সব হারিয়েছি, কিছু নেই আর হারাবার;
চার্লিচাপলিনের মতো পৃথিবীকে হাসাই
আর বৃষ্টির পানিতে লড়াই আমার
বুকের ভিতরের জমাট বাধা কান্না লুকাবার;
স্বপ্ন বিলিয়ে দিবো বলে
নিজে আর স্বপ্ন দেখিনা
তবে মানুষের জন্য স্বপ্ন বুনি অজস্রবার;
মানুষকে মূল্য দিতে গিয়ে
নিজেকে মূল্যহীন বানাই
ছোট হই, ঠাঁই খুঁজি সবার পিছে দাঁড়াবার;
পথটা সহজ নয়
পথে বিছানো কাটা, রক্তাত্ত্ব নরম পা
তবুও আঘাতটাই আমার অহংকার;
নিজে ক্ষতবিক্ষত হই, ছারখার হই
তবু ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে
জন্ম দেই নতুন স্বপ্ন, সভ্যতা ও সম্ভাবনার;
সবাই বলে আমি আছি
জানি কেউ নেই আমার সাথে
তারপরও যুদ্ধ আমার খড়কুটো আঁকড়ে ধরবার;
বিক্রি হওয়া মানুষ দেখি
মানুষের চেয়ে অভিনেতা বেশি দেখি
বুঝিনা আয়নার মানুষ, নাকি মানুষ আয়নার;
আমি আছি, তবু জানিনা আমি কে
নিজেকে খুঁজছি, হয়তো আমি নেই
ঠিকানাও নাই আমার |
কাটাছেড়া ঘরে প্রতিদিন
আমার হচ্ছে পোস্টমর্টেম
তখনও সন্ধিহান লাশটা কার,
আমার, নাকি সবার |