আমি মধ্যবিত্তের সন্তান
আমি মধ্যবিত্তের সন্তান
যার সাধ আছে, সাধ্য নেই
জীবন যন্ত্রণার নেই কোনো চমক জাগানো জাদুর সমাধান |
আমি মধ্যবিত্তের সন্তান
যার স্বপ্ন আছে, লক্ষ নেই
সময় যাকে কুড়ে কুড়ে খায়, আস্তাকুড়ে বিদীর্ণ হয় শিহরণ জাগানিয়া প্রাণ |
আমি মধ্যবিত্তের সন্তান
যার ভাবনা আছে, ভবিষ্যত নেই
যে দেখে মায়ের কান্না, বোনের মায়াবী মুখ আর বাবার বুক চাপা কষ্টের অভিমান |
আমি মধ্যবিত্তের সন্তান
যার বিচ্ছেদ আছে, প্রেম নেই
সবাই যাকে বিদ্রুপ করে বলে "বামন হয়ে দেখোনা আর কল্পলোকের চান" |
আমি মধ্যবিত্তের সন্তান
যার ত্যাগ আছে, অর্জন নেই
জন্ম যার আজন্ম পাপ, সেই হতভাগা যার বুক ফাটে তো মুখ ফাটেনা, পথে পথে বদনাম |
আমি মধ্যবিত্তের সন্তান
যার মন আছে, আবেগ নেই
মানুষের লাথি খেয়ে মাটিতে গড়িয়ে প্রতিদিন যার সইতে হয় নির্দয় অপমান |
আমি মধবিত্তের সন্তান
যে বড় হতে চায়, বাপ্ দাদার জোর যার নাই
একদিন সে ক্লান্ত চোখে ঘুমিয়ে দেখে মেঘে ঢাকা দুঃসহ আসমান |
তবু বুক ফুলিয়ে চলি, বড়াই করে বলি
আমি মধবিত্তের সন্তান
যে পৃথিবীতে ভূমিষ্ঠ না হলে বদলে যেত সভ্যতার পথ, সময়ের গতি, ইতিহাসের অগ্নি দিনের অগ্নিবীণার গান |
আমি মধ্যবিত্তের সন্তান
আমিই সেই মধ্যবিত্তের সন্তান
তোমাদের একজন
চির চেনা, খুব বেশি চেনা, কালো চেহারার সাধারণ একজন
যে কণ্টকপূর্ণ অভিযাত্রায় গড়ে তুলে নিজ হাতে আগামীদিনের সম্ভবনার সাতকাহন |
আমি মধ্যবিত্তের সন্তান
আমিই সেই মধ্যবিত্তের সন্তান
যার হাতে ইতিহাস হয় ঘুড়ির নাটাই
ধ্বংস স্তুপ থেকে বেরিয়ে আসে এক কিংবদন্তি নায়কের হাতে লেখা দুর্ভেদ্য হৃদয়ের অধ্যায় |
আমি মধ্যবিত্তের সন্তান
আমিই সেই গর্বিত মধ্যবিত্তের সন্তান
যতই করি আত্মদান নেই কোনো স্বীকৃতি, সমাদর আর লোক দেখানো বড়োলোকের সন্মান
তবুও আমি, তোমাদের আমি মধ্যবিত্তের সন্তান |