জীবন মানে কি জানো ?
আবার প্রশ্ন করছি, জীবনের মানেটা বলতে পারো
কি বলছো ?
জানোনা ! অবাক হলাম,
জীবন মানে মৃত্যু উপত্যকা দিয়ে দুরু দুরু কম্পিত হেঁটে যাওয়া মানুষ
যেখানে কুয়াশার মতো সময় কাউকেই ক্ষমা করেনা
যেমন ক্ষমা করেনা ইতিহাস, সভ্যতা আর বনমানুষদের নালিশ
সময় খুব নির্দয় হয়
যেমন ঘূর্ণিঝড়ের তান্ডবে নির্দয় হয় আরোপিত রথী মহারথীদের সালিস
সদ্য ভূমিষ্ঠ শিশুদের নরম তুলতুলে বালিশ
মুহূর্তেই বদলে হয়ে যেতে পারে কিং কোবরার সুমিষ্ট সাঁতরানো বিষ
কিংবা মায়ের দরদ মাখা হাতের অশুভ আশীষ |
জানতো, এই নির্বাক সময়
নিজ হাতে তোমাকে যৌবন দেয়
আর হিংস্র জানোয়ারের মতো সুপারসনিক বিমানে চড়ে
কোনো এক অজ্ঞাত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে তা কেড়ে নেয়
হয়তো তোমার পাপের নিস্পাপ চোখ বিচারের দাবিতে মিছিলে
শ্লোগান দেয়
তুমি চিৎকার করে সুবিধাবাদী দালালের মতো বলতে চাও
যাকে খুব যতন করে যৌবন দিয়েছিলে আমিতো সেই
যার হাত তুলতুলে ছিল, শক্ত হয়েছে যৌবনে, এখন কেন কুঁচকে যাবে বলতে পারে কেউ |
এতো সোজা, যা ভাবছো তা নয়, খুব কঠিন তপস্যার এ জীবন
সিনেমার লাল নীল বাতিতে টাইম মেশিন থাকতে পারে
স্বপ্নেও ঘুমন্ত মৃত মানুষদের পিছুটান থাকে
কিছুক্ষন কষ্টি পাথরের জাদুর বাঁশিতে সময়টা রংবাজ হয়ে বাঁদরদের মতো উঠে পড়ে ঘাড়ে
কিন্তু কি হবে, কিছুই করবেনা সময়
সময় আগে নির্বাক ছিল, এখন তো বোবা আর নির্মম হয়ে গেছে
অনেক ডেকেছে তোমায়
পাহাড়ের উঁচু পাথরের একখণ্ড পতিত বৃষ্টির উপর দাঁড়িয়ে বলেছে
সময় থাকতে গড়ো ইতিহাস, সৃষ্টি করো পৃথিবী
রোমাঞ্চিত করো মানুষ
আলোকিত হও, আলোকিত করো
স্বপ্ন দেখাও স্বপ্ন দেখো
জড়দের প্রাণ দিয়ে জীবের আনন্দ কলসপূর্ণ করে মুঠো মুঠো হাতে ভরো
কে শুনে কার কথা কিন্তু সময় তো চলেছে
যেভাবে সে প্রানপন মানুষকে আদর করে কাজল মাখিয়ে নিয়ন আলোর
বাতিতে পসরা সাজিয়ে বার বার কোলে তুলেছে
আর প্রশান্ত সাগরের মতো তালপাতার পাখায় ভর করে বলেছে
একটু দাড়াও, একটু শুনো
তারপরে ধব ধবে সাদা পাঞ্জাবি পড়ে
আরেক নতুন জীবন সাজিয়ে উদ্ভ্রান্তের শেষ বেলায় কান মলেছে
আর কত আর নয়, খেলা খতম যেমন পয়সাটাও হজম |
তখন ভালো লাগেনি
এখন আক্ষেপ করে কি লাভ
যৌবন তো আর সময়ের মতো নয়
সময় টিকে থাকে অনন্তকাল কিন্তু মানুষ একদিন মরে গিয়ে লাশ হয়
কথা ছিল সব কিছু উল্টো হবে
মানুষ ফসলের মাঠে সময়ের করবে চাষ
সময় ঘড়ির কাটায় আটকে থেকে হবে মানুষের নিঃশ্বাস
তারপর গোধূলির ধূসর ক্লান্তিতে
সময় আত্মসমর্পণ করে গড়বে কিংবদন্তি মানুষদের ইতিহাস |