থমকে গেলো জীবন
যেমন থমকে আছে মায়াবতীর মায়াবন,
যেমন থমকে আছে হিমাদ্রির ক্ষত বিক্ষত দেহ,
নর পিশাচদের তান্ডব নৃত্যে
মনে হয় সব যেন রক্তের হোলি খেলা
অগ্নির তীব্র দ্রোহ বিদ্রোহের
ঘাতে প্রতিঘাতে
ছিন্নপত্রের বর্ষণ অবগাহন |
কি যে হল সব যেন বদলে গেল নিমিষেই
আলাদীনের জাদুর চেরাগের মতো
যেন টেমস নদী হয়ে গেল মহাসাগর
তারপর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে
আলেকজান্ডারের বিশ্বজয়ের মতো
পথ হারালো কলম্বাসের ভ্রান্ত যাত্রা
আঁকা বাঁকা কোন শংকিত গলিপথে |
রুখে দাঁড়ানোর শপথ নিলো ওরা
প্রতিবাদী কণ্ঠ ভেঙে ফেললো কাঁচের দেয়াল
বলল উচ্চকণ্ঠে,
আমরা মানুষ, আমরা নারী
আমরাই পৃথিবীটা বদলে দিতে পারি
খামোশ শয়তান বন্ধ কর তোদের অযাচিত খবরদারি |
প্রতীক্ষার স্বপ্নঘুড়ি উড়ে
দিন যায় সময় বদলায়
মুক্ত হয় বদ্ধ খাঁচার অবরুদ্ধ পাখি
কোনো এক দূর আকাশে
না বলা অনেক কথার মিছিলে
কিংবা জোছনা রাতে তারাদের ভিড়ে |