হয়তো অদৃশ্য মানুষ
তবুও মন দৃশ্যমান
যেথায় ইতিহাস ভেঙেচুরে হয়ে যায় মহাকাব্যের উপাখ্যান |
একদিন সবাই মিশে যায়
মাটির অদৃশ্য ছায়ায়
হয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণের রহস্যময়তায়
বিদায় রঙের ছায়া
তোমাকে বিদায়
হয়তো দেখা হতেও পারে অচেনা পৃথিবীর পান্থশালায় |