যে কবিতা লিখতে জানে
সে সভ্যতা গড়তে জানে
সে অসম্ভবকে সম্ভব করতে জানে
আকাশ থেকে সূর্য সে মাটিতে নামিয়ে আনে
কোনো এক স্বপ্নলোকের মাটির গানে শুভ মাহেন্দ্রক্ষণে |
যে গান লিখতে জানে
সে মানুষকে চিনতে জানে
সে অসীম সাগর পাড়ি দিয়ে জীবন গড়তে জানে
দুর্ভেদ্য পাহাড় ছিঁড়ে অন্তহীন যন্ত্রণাকে ধারণ করে প্রাণে
কোনো এক জাদুর বাঁশি বাজায় সে যে আপন জনের টানে |
যে গল্প লিখতে জানে
সে স্বপ্ন ছেড়ে বাস্তবতার মন গড়তে জানে
সে লড়াই করে বেঁচে থাকার ডানা মেলতে জানে
বৈশাখীর ঐ রুদ্ররূপে আঘাত সে যে হানে
কোনো এক হারানো আলোর ধূমকেতুকে খুঁজে সবখানে |
যে কলাম লিখতে জানে
সে ভাবনাকে অক্ষর দিয়ে জীবন্ত করতে জানে
সে উদার কণ্ঠে দরদ মাখা শুন্যে ঘুরতে জানে
যাদের জীবন কষ্টে গড়া স্বপ্ন জাগার গানে
কোনো এক মায়াবী তাপের দহন জ্বালা জ্বালায় সংগোপনে |
যে গবেষণা করতে জানে
সে বৃষ্টিকে সৃষ্টি করে ঘুম জাগাতে জানে
সে কলজে ছিঁড়ে আস্তাকুড়ে পুড়ে মরতে জানে
কোনো এক কাব্য গাথার গদ্য লিখে রাতের সন্ধিক্ষণে
অথবা গহীন পথের সুর মিতালীর মন খুঁজে মহারণ্যে |
যে মানুষ জাগাতে জানে
সে মানুষকে অন্তর দিয়ে ভালোবাসতে জানে
সে হারমোনিয়াম বাজিয়ে গিটার স্বপ্ন দেখতে জানে
জীবন গড়ার গড়তে জীবন প্রাণের আহবানে
কোনো এক নিদ্রাহীন অস্থিরতার অস্তিত্বের ঘ্রানে কিংবা আত্মদানে |
সে ভাবনাকে অক্ষর দিয়ে জীবন্ত করতে জানে
সে উদার কণ্ঠে দরদ মাখা শুন্যে ঘুরতে জানে
যাদের জীবন কষ্টে গড়া স্বপ্ন জাগার গানে |
যে গবেষণা করতে জানে
সে বৃষ্টিকে সৃষ্টি করে ঘুম জাগাতে জানে
সে কলজে ছিঁড়ে আস্তাকুড়ে পুড়ে মরতে জানে
কোনো এক কাব্য গাথার গদ্য লিখে রাতের সন্ধিক্ষণে |
যে মানুষ জাগাতে জানে
সে মানুষের ভিতরে ঢুকতে জানে
সে হারমোনিয়াম বাজিয়ে গিটার স্বপ্ন দেখতে জানে
জীবন গোড়ার গড়তে জীবন প্রাণের আহবানে |