বদলে চলছে কাঁচের নগর, জবাটা হচ্ছে টগর
সময়ের পর চলছে সময়
স্বার্থ এলে চলে গেলে ভীমরতির মানুষগুলো
কেমন যেন হয়,
নাক উঁচিয়ে, ভ্রু কুঁচিয়ে সমাজটার ক্ষয়
সবাই বলে স্বার্থের নাকি বিরাট বাজার দর
অনুভূতি আজ আবেগহীন,
কাগজের অক্ষর |
মানুষ শুধু নামেই মানুষ
মনুষত্বহীন,
কিসের মায়া, মমতা আর দেশের প্রতি ঋণ
দেখছি অবাক দৃষ্টি দিয়ে বদলে যাওয়া দিন |
কিসের আপন কিসের পর
সব মূল্যহীন,
অর্থটা আজ বড়ো কথা, মনটা স্বার্থপর
আত্মত্যাগটা অসহায় আজ হয়তো পরাধীন |
লোক দেখানো আনুগত্য
দাসত্বটাই বড়ো,
সবাইকে দেখিয়ে মূলো, মাথার উপর উঠিয়ে ধুলো
স্বার্থটা মিটে গেলে এবার সটকে পড়ো |
উল্টো পথেই চলা যেন
আজকের কালচার,
নিজেই ঠিক মিথ্যে সবাই, মানছেনা কেউ হার
চুরির টাকায় হাঁকিয়ে গাড়ি সবাই জমিদার
একটু কিছু বলতে গেলেই বলছে খবরদার |
দুর্নীতিটাই অর্থনীতি
রাজনীতির চাল,
পরিবারটা তন্ত্র মন্ত্র
মাকড়সার জাল,
চিলে কান নিলো বলে সবাই মাতাল |
টেন্ডার আর চাঁদাবাজি
মাস্তানদের জোর,
চোর শালারাই আজকে ভালো
সততাটাই চোর,
বিয়ের বাজার চলছে ভালো যারা ঘুষখোর
দেখছি তাদের পেট ফুলানো টাকার বহর |
সন্ত্রাস আর মাদকে
বাজার জোরদার,
বোবার নাকি শত্রু নাই
সবাই বলে ছলেবলে, মানিয়ে চলা শিখুন মশাই,
ঝামেলায় জড়ানো কিসের দরকার ?
হয়তো পুড়ে যেতে পারে সোনার সংসার !
কিংবা অকালেই হতে পারে প্রাণ সংহার |
পেট্রোল আর বোমাবাজি
মানুষ পোড়ার খেলা,
আদর্শহীন রাজনীতি আর জোকারদের মেলা
মূল্যবোধ আর দর্শনটায় বিরাট অবহেলা,
তেলা মাথায় তেল মাখিয়ে জীবন হেলাফেলা |
সবাই যেন অস্থির আর শুন্যতায় ভাসা
বিবেক নয় চতুরতায় মস্তিস্কটা ঠাসা
মানিয়ে চলার ঘড়দৌড়ে খেলেছে সবাই পাশা,
এটাই নাকি আধুনিকতা আর রোবট তন্ত্রে জড়ানো
কৃত্রিম বুদ্ধিমত্তার অবাক ভালোবাসা,
হৃদয় যেথা তীরবিদ্ধ বাণিজ্যটাই আশা |
সংস্কৃতির চর্চা নাই
ইতিহাসের মূল্য নাই
মুক্তিযুদ্ধের কথা নাই
মানুষ গড়ার সত্তা নাই
বাঙলিয়ানার ছাপ নাই
দায়িত্বের দায়বদ্ধতা নাই
মানুষের মনুষত্ব নাই
দেশপ্রেমের মূল্য নাই
সততার দাম নাই
সব হারিয়ে মানুষ এখন ভাবছে বসে
হাই হাই,
এটাই বুঝি ভাগ্য আর ফুচকা খেয়ে কাটিয়ে দেওয়া
কিলিয়ে হাসির জীবনটাই
চড়িয়ে গলা মানুষ ধরার উল্টোপথে জাল পাকাই
এখান থেকে বেরিয়ে আসার ঠিকানাটা জানা নাই |
মানুষের নিলাম হয়
খেলা কেনা গোলাম হয়
বিবেক এখন বিক্রি হয়
রাজনীতিতে হাইব্রিড হয়
সম্পর্কের টান পোড়েন হয়
বিশ্ববাজার পাগল হয়
টাকায় নাকি টাকা হয়
সত্য বিসর্জিত হয়
ঘুষখোরদের জয় হয়
স্বজনপ্রীতির গল্প হয়
মাদকের দালাল হয়
জঙ্গিবাদের সঙ্গী হয়
রাজাকার মুক্তিযোদ্ধা হয়
কর্মীর চেয়ে নেতা বেশি হয়
সব যেন এক চাবুক মারা ঘড়ির কাটায় নয়ছয়
তবু এবার সব ছেড়ে সব
বিবেকবোধের দেখবো জয়,
এটাই হবে সভ্যতার হেঁটে চলা বিশ্বময়
আনন্দ আর বিস্ময় |