দৃষ্টির একটা সীমারেখা থাকে
কিন্তু ভাবনার কোনো সীমারেখা, সীমান্ত নেই
কোথা থেকে এর জন্ম আর কোথায় গিয়ে মৃত্যু
বলতে পারেনা কেউ |
বাস্তবতার একটা সীমান্তবর্তী এলাকা আছে
কিন্তু স্বপ্নের নেই কোনো তার কাঁটার সীমারেখা
অসম্ভবকে সম্ভব করে দেখতে শেখায় স্বপ্ন
যেখানে প্রতি মুহূর্তে চলে মানুষের স্বপ্ন জয়ের নেশা |
মানুষের মৃত্যুর একটা সময় থাকে
যদিও সেটা বলতে পারেনা কেউ
কিন্তু মানুষের ইতিহাস সৃষ্টি করা অমরত্বের
হয়তো এক মুঠো সূত্রপাত আছে কিন্তু যবনিকা নেই |
সময়ের কি কোনো মৃত্যু বা সীমারেখা থাকে
যেখানে জীবন থেমে যায়,
ঘড়ির কাটাতে জীবনকে বিদায় জানায় মরণ
তবু কষ্টের সময় প্রজন্ম থেকে প্রজন্মে নিজেকে টেনে বেড়ায়
নিঃশব্দে পাতার মতো ঝরে পরে অবহেলায় শুকায় |
আমি মানুষ
দেখতে চাই নিজেকে সময়ের ঘোড়ায় চড়ে আরেক সময়ের তরঙ্গে,
যেখানে মৃত্যু ঘটে আমার, আবার
অন্য সময়ের অন্য পৃথিবীতে জন্ম নেয় নতুন যৌবন
হয়তো সেখান থেকে প্রস্তুতি নেয় আরেক সময়ের পৃথিবীতে চলে যাবার;
থেকে চায় সময় থেকে সময়, আপন-পর, ভালোবাসা-আবেগ
যা ফিরে পাবোনা কখনো, যা চলে চায়, তা কি কখনো ফিরে পাবার
তারপরও সময় থেকে ছিটকে পড়ে সময় কাঁদে জীবনের পথ হারাবার
যদি সময়ের আয়নায় দেখতে পাই নিজের বিমূর্ত প্রতিবিম্ব আরেকবার,
বারবার
আনন্দ অপার
জিঘাংসার |