যতক্ষণ বেঁচে আছি ততক্ষন জীবন
তারপর না ফেরার দেশে চলে যাওয়া
যে শবদেহের যাত্রায় পড়ে থাকে সবকিছু
কিছুই হয়তো যায়না পাওয়া |
কখনো ভাবি
আমরা কি একবিন্দু রক্ত থেকে জন্ম দিতে আসি
নাকি একটা জীবন প্রাণহীন লাশ হবে একদিন, এই ভেবে
তার ক্ষুধার্থ বোঝা টানা লাঙ্গলের প্রচন্ড আঘাতে নিজেকে বানাই মৃত্যুর চাষী |
হয়তো সেটাই হবে
নিরুত্তর অসমাপ্ত জীবনের উপসংহার
যারা ফসল ফলায় গান গায়
তারপর গভীর অনিশ্চয়তায় পঙ্গপালের মতো ফসলকে উজাড় করে যায় |
আমিও বসে আছি মৃত্যুর অপেক্ষায়
যেমন হয়তোবা আমার জন্মের প্রতীক্ষায়
কবিতা লিখেছিলো কবি বটগাছের শেকড়ের আগায়
দিন যায়
মানুষ আসে মানুষ চলে যায়
আর নতুন নতুন মানুষকে টেনে নেবে বলে সময় থাকে
বসে অধীর ব্যাকুলতায় |
পৃথিবীতে জন্মটা যত সহজ
মৃত্যুটা ততো কঠিন
তারপরও হয়তো জন্ম থেকে মৃত্যুকে কাছে টেনে হারিয়ে যায় মানুষ একদিন
তারা হয়, জ্বলজ্বল করে
তারপর তারাদের পতনে মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয় আরেক অস্তিত্ব অন্তহীন
চক্রাকারে আবর্তিত হয় আসা যাওয়ার জন্মদিন |