আমি মানুষের মৃত্যু চাইনি
যারা মরে গেছে
আমি লাশের মৃত্যু চেয়েছি
যারা বেঁচে আছে |
যারা মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলো একদিন
তারা চলে গেছে কোনো অন্য, অজানা ভুবনে
মাটিতে মিশেছে তাদের পবিত্র শরীর
কিন্তু
যারা বেঁচে আছে এখনো
বিবেকটা পঁচেছে তাদের খোলা নর্দমায় যেমন পঁচেছে সমাজ
তারা হয়তো জীবন্ত কিন্তু মনে হয় বিবর্ণ কাঁচের মায়াবী আয়নায়
তারা ঝুলন্ত বাদুড়ের মতো এক একটা লাশ |
আমি তাদের কথা বলতে এসেছি আজ
যাদের বেঁচে থাকা মরে যাবার থেকেও যন্ত্রণার
তারা স্বার্থের বাজারে এসে অন্য লাশদের ডেকে বলে
যদি পারো কিনে নিতে পারো আমাদের বিবেক
আমাদের পিছনের মেরুদন্ডটা আর নেই
সেটা যেদিন অসত্যের কাছে বিক্রি করেছি চড়া দামে
সেদিন হয়ে গেছে হাতছাড়া
এখন আমরা রাজপথে ফেরিওয়ালার মতো চিৎকার করি বলি
ভাড়া নেবে ভাড়া
আমাদের দূষিত বিবেকটার
যদি তারপরও পারো আমাদের লাশের কাটাছেড়া করে
বের করে আনো সেই হারামজাদাদের
যারা মোটা অংকে খরিদ্দার হয়েছে আমাদের নিষ্পাপ বিবেকের |
এখন তো আমরা মরে গেছি কারণ মরেছে বিবেক
তারপরও এখনো দেখছি প্রতিদিন বাড়ছে লাশের পরে লাশ
টাকার লেনদেনে মানুষের অধিকার কেড়ে বেড়েই চলেছে ক্রীতদাস |
যদি পারো কেউ
থামাও এবার এই নরকের মরে যাবার যন্ত্রনা, আর্তনাদ আর ধুঁকে ধুঁকে মরা
গড়ে তোলো হাতে হাত প্রতিবাদ
আর যদি পারো পরিয়ে দিতে দাও তাদের অভিশপ্ত হাতে নিষিদ্ধ হাতকড়া
তারপরও যদি বিবেকের লাশদের হটিয়ে মানুষের বিবেককে যায় গড়া |