এখনো কান পেতে আছি
যদি শুনতে পাই শতাব্দীর প্রতিধ্বনি
যেখানে খাঁটি সোনা হয় মাটি
আর পাতাল থেকে নেমে আসে পরশ পাথরের খনি,
থমকে যায় সময়
নিস্তব্ধ হয়ে যায় সাগরের উত্তাল স্রোত
যেখানে আবেগের প্রতিবিম্ব হয় প্রতিরোধ
সাদা কাশ বনের মন মাতানো শরৎ
চমক জাগিয়ে হয়ে যায় মূল্যবোধ
প্রকৃতি যদি নিতে চায় প্রতিশোধ,
কেউ কি করতে পারে কভু দুর্ভেদ্য সমীকরণের অবরোধ ?
তারপরও ঘড়ির কাটায় টান পড়ে
যেমন ঘোড়ার লাগাম টেনে ধরে
হিমালয়ের বরফ গলা পানি,
সানগ্লাসের ভিতরের চোখে চোর বাস করে
আর চলে সদ্য কেনা দামি মানুষদের আমদানি
যদি সেটা অপূর্ব যন্ত্রণার শাড়ি হতো
তবে বলতাম জামদানি,
কিন্তু সেটা তো তা নয়, সেটা হলো মানুষ নিয়ে খেলা
যেন শয়তানের ভুড়িভোজনের নফরমানি
হাইড্রা কিংবা এমিবার মতো দামি |
দিন নাকি বদলায়
নাকি মানুষ বদলায় দিন !
দেখি মহাপ্রাচীর প্রাচীন ঐতিহ্যের
আর আজকের বদলে যাওয়া মহাচীন
কে জানে
হয়তো মানুষ নয়তো সময়
যে কেউ হতে পারে যারা ম্যাজিক হাতে
ভাঙতে পারে আবার গড়তেও পারে সভ্যতা একদিন
হয়তো জীবন্ত কিংবা প্রাণহীন |
সবাই সময়কে আটকাতে চায়
কিন্তু সময় হয়তো থমকে যায়,
তারপরও যে মানুষ স্বার্থের সংঘাতে বিবেক হারায়
সময় নরখাদকের মতো খেয়ে ফেলে তাকে
যদি আবার মানুষ আসে, দিন বদলায়
যেমন কবি আজ কবিতা লিখেন হাইপারটেনশনের খাতায়
কবিতার অক্ষরগুলো কম্পিউটারের যন্ত্রের কৃত্রিমতায়
প্রতিদিন জ্বলন্ত ট্রেনের মতো লোহাকে পিষে
আবেগ হারায়,
অথবা কোনো এক সুলতানি জামানার পোশাক পড়ে
আধুনিকতার নগরে মেতে উঠে কফি শপের
মনস্তাত্বিক বেদনার প্রাণহীন আড্ডায় |
কফিনটা প্রতিদিন মৃত মানুষ বহন করে
নাকি মৃত কফিনকে বহন করে প্রাণহীন দেহ
কে জানে কেইবা তার খবর রাখে,
সবাই নিউটন, আইনস্টাইন হয়ে প্রযুক্তির বুলি আওড়ায়
যেখানে প্রকৃতির বিসর্জন বিরহের কান্নায়
ডাক দেয় রোবটের সেন্সরে পথ হারায়
আবার পিছনের রহস্যকে সামনে নিয়ে
পিরামিডের কঠিন পাথরের চাপা কান্নায়
ফেরাউনের বিশ্বাস ঘাতক চশমার
হাড় মাংসের পচনশীল কাহিনীর ইতিহাস লিখে যায়
অবলীলায় |
সবাই কাঁদবে একদিন
যেমন কাঁদে পাহাড়ের ঝর্ণা,
বাস্পায়িত আগ্নেয়গিরি
আর ছেঁকা খাওয়া প্রেমিকের আছাড়ি বিছাড়ি,
এটাই নাকি পিরিতির মজা
আর পৃথিবীকে নরক বানায় যারা
উথাল পাথাল পাড়া, পাগলা দিনের বাদল হাওয়ায়
ভড়কে যায়
হয়তো
নিজের অস্তিত্বকে হারাবার নীল গিরি
ব্যস্ত শহরে এসে যান্ত্রিকতার ধোয়া তুলে
ধরায় মরণঘাতী হরিণ বিড়ি,
স্বার্থকে ভেঙে অসত্যকে গড়ার প্রান্তহীন সিঁড়ি
হয়তো জাপানের দুর্ভেদ্য শব্দ ধারায় যাকে
বদনাম করে বলে "হারিকিরি"|