জানালার হাতলটা ধরে তাকালাম
বিশাল নীল আকাশের দিকে
মনে হলো এক ফোটা জল বিন্দু আমাকে,
কি বিরাট উদারতা !
কি অসীম প্রান্তহীন সমুদ্র !
তারপরও,  
মনে হলো এই পৃথিবীতে আমি যেন বড় একা
অন্তহীন শুন্যতা
যেন সীমাহীন অপূর্ণতার মতো,
গায়ে এসে লাগলো কাঁচা রোদ
শিহরিত হলো চন্দন মাখা
সিক্ত জড়তার মূল্যবোধ |
চেয়ে দেখলাম
বেশ ক'টা   স্বার্থপর বুটের আঘাতে কৃষ্ণচূড়ার
পতন,
যেন রাতের আকাশ থেকে কারো জীবনের
স্বপ্ন পূর্ণ করা তারার মতন |
নিজেকে অনেক ছোট মনে হলো
সবাই বলে মানুষ নাকি তার স্বপ্নের সমান
কিংবা তার স্বপ্নের চেয়ে বড়,
কিন্তু তারপরও কেন অর্থহীন বিলাসিতা
হাত দুটো খোলা তবুও অবরুদ্ধ
সব নাকি চেনা যায়
চেনা চায়না মানুষ
খুব কঠিন আপেক্ষিক মিলনের
জটিল তত্ত্বের ফানুস,
যেন সেখানে
ব্যাঙের হাইপারনেশনের মতো সুতোর
তেলেসমাতির  টানে পুতুল খেলা হয়,
নিজেকে যারা খুব বেশি বড় করে ভাবে
তারা কি তাদের অতি আণুবীক্ষণিক অস্তিত্বের
ভিতরের গবেষণায়  মুদ্রার এপিঠ ওপিঠ পাবে  
নাকি কল্পনার ধ্রুব সত্যের মতো
মাটিতে মাটি হয়ে মিশে যাবে?
নিরুত্তাপ অঘটনের পরিতাপে?
নিশ্চিত করে বলতে পারি
এটা কখনোই হয়তো ঘটবেনা
কিংবা ঘটেও যেতে পারে সংঘবদ্ধ কোনো
ডাকাত দলের দমকা হাওয়াই,
যা বোঝা কঠিন কিন্তু তারপরও অনুভূতিতে
অনুভব করা যায় |
আমি খুব বেশি বড় হতে চাইনা
একবিন্দু ধূলিকণা হলেও  চলে আমার,
যার উপর পড়বে সূর্যের আগ্নেয়গিরির
অগ্নুৎপাতের মত মহাতাপ
আর তাতে পুড়ে মরবে ভয়ংকর
রাক্ষসদের মহাপাপ |
সব কিছু আজ নেটওয়ার্কিং এর মতো হয়ে গেছে
মানুষের আঙ্গুল গুলো মানবিক
নাকি যান্ত্রিক ?  বোঝা কঠিন
টাচ স্কিনের মোবাইল ফোনে অনবরত চাপ
আর রোবটদের মতো লাফ ঝাফ,
সব যেন অসুস্থ করছে মাথার নার্ভকে
স্বার্থ যেখানে শীতের অমূল্য কম্বলের মতো
মানুষের ভিতরের ঘাম আর রক্তকে চুষে
করছে অমানবিক সভ্যতার মতো ক্ষত বিক্ষত
অবিরাম অবিরত |
তবুও থমকে যেতে চাই আমি
দেখতে চাই জীবনের খেলা
আর মানুষের অচেনা মুখ
যেখানে জীবন নেই, আছে দাসত্বের অসুখ |
একা থাকা ভালো
তারচেয়েও  ভালো ছোট হয়ে থাকা
যেখানে বাস্তবতা গান গায় শুদ্ধ উচ্চারণে
বিবেকের এক চিমটে রক্ত ক্ষরণে;
সুখী থাক সবাই
স্বার্থকে বুকে জড়িয়ে
অনেক বড় আর দলে ভারী হোক তারা
নিজের অস্তিত্বকে  হারিয়ে
মানুষের মুক্তচিন্তা তার কাছে হোক দুর্ভেদ্য ব্যাকরণ
হয়তো প্রকৃতি  দেখবে একদিন
ছেঁড়া সময়ে তার আত্মার সাথে তার চিন্তার সহমরণ
হতে পারে কোনো কারণ কিংবা অকারণ,
সেটাই হয়তো হবে হিমাদ্রির সাথে
হিমশীতল  জীবনের মনস্তাত্বিক সমীকরণের সম্মিলন
বেঁচে আছে ছোট এ মন একা যতক্ষণ
হয়তো ততক্ষন |