তোমার মনে আজ প্রশ্ন জেগেছে,
বিদিশায় মন ভেঙে একে বেঁকে।
দিশেহারা বিবি সিকে পানসে,
এত প্রহর পড়ে তুমি গাইছ
গান বেসুরে ফাটা বাঁশে।
ঠকা জয়ের নিক্তিতে ওজন করেছ
তোমার-আমার সম্পর্ক আজ তিক্ত।
দেখোনি আগে, বোঝনি তখন,
খোঁজনি আমায়-
আজ কেন করছো এমন?
আমি কি তোমায় ভালোবাসিনি?
কমতি কোথায় তবে, প্রিয়?
নাকি বাঁধা ভেঙে, বাঁধন ছিঁড়ে,
চাইছ বহুতর বিমূঢ় ভ্রমণ?
শুনেছি, ভাবিনি কখনো,
আজ তাই হয় প্রতীক্ষিত।
ধন-সম্পদে পরিণত পক্ক,
অভাবে ছায়া ছেড়ে আত্মা হয়
অন্য কারো হয়ে প্রতিপক্ষ।
জেতে হলে যাও তবে
নীড় ভেঙে, মন ছুঁড়ে, মৃত করে।
তোমার সুখেই আমার অশ্রু গড়ায়,
ব্যাধিত মনে কুঁড়ে ঘরের অন্ধকারের তৃপ্তি।
তবুও মনে রেখো, প্রিয়সী,
কিছু দিতে নাহি পারলেও,
সবটুকু হৃদ নিংড়ানো ভালোবাসা
উজাড় করে তোমায় সঁপে দিয়েছি।