প্রিয়, যদি নাহি হতে অগো বধূ,
এই দূরে এসে কেন আমি
তোমার অভাবে ছটফট করি
প্রতি মুহূর্তে, কেন শুধু?
তন্দ্রাতেও তোমার অভাব
পাই আমি মনের গহীনে।
স্বপ্ন বলে, প্রিয়, তোর সখী,
কোথা আছে কোন বিভাজনে?
তোমায় বিনে আত্ম আমার,
দেহ শুধু দূর ফারাগে আলাদা বাজে।
কেমন করে চলছে জীবন,
তুমি কি বুঝো এর কী জ্বলন?