আমি এক নবাগত পথিক  
চোখে সবি অন্ধকার দেখি,  
পাই না খুঁজে কোন দিক,  
ভেবে ভেবে পাই না কিছু,  
পাই না করতে কোন কিছু ঠিক।  

আকাশ পাতাল স্বপ্ন দেখি  
রাতের নির্জনতায় ভর,  
সকালবেলা দেখি আমি  
স্বপ্ন গুলি আমার হয়েগেছে পর।  
ভিওিহীন জীবন চলে আমার  
পিঁপিলিকার গাড়িতে চড়ে,  
চলছে নিত্যভর।  

দুঃখের সাগরে নেমেছে গাড়ি,  
কবে যে দিবে সাগর পাড়ি,  
সাগর কেন এত গভীর,  
তার কেন এত জল।  

এ জীবনের পথ কি পাল্টাবে না?  
একটুখানি সুখের দেখা  
পাই কি না এই জন্মে আর?  
তবুও আমি হাল ছাড়ি না,  
প্রতিক্ষণে জাগে নতুন আশা।  
অন্ধকারের ভেতরেই কোথাও  
অবশ্যই লুকিয়ে আছে আলো,  
একদিন পাব, পাবই আমি  
আমার জীবনের কাঙ্ক্ষিত পাল।