উরশ খাচ্ছে দেহযষ্টি,
পেট কাঁদছে ক্ষুধে,
চিন্তা মোর শির যাচ্ছে,
অপেক্ষা বহিছে বিষে।
আপনাদের বুঝাতে আমি,
অক্ষম এ নরাধম,
প্রত্যেক মুহূর্তে মনে হয়,
এ বুঝি বেড়িয়ে যাচ্ছে,
যাচ্ছে বুঝি প্রিয় দম।
ভ্রাতা স্বীয় মনে করি,
যদি নরম চিত্তে মোর,
কিঞ্চিৎ আকুল আরজে,
দিতেন একটু যদ্যপি,
এ অধমকে কর্মের ব্যবস্থা করি।
আমি হে মুসাফির বলছি,
যতোদিন আছি বেঁচে এ ধরনীতটে,
দোয়া মোর থাকিবে হে ভ্রাতা,
আপনারি তটে।